ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকে নিম্নগতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
সূচকে নিম্নগতি

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৫ জানুয়ারি) মূল্যসূচকে নিম্নগতি লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭০ পয়েন্ট কমে ৪ হাজার ৭২৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৮ পয়েন্ট কমে এক হাজার ৭৫০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৯ পয়েন্ট কমে এক হাজার ১১৬ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২টির, কমেছে ২৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- সিঅ্যান্ডএ টেক্সটাইল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ফিড, আইসিবি, জিএসপি ফিন্যান্স, যমুনা অয়েল, ওয়েস্টার্ন মেরিন, সাইফ পাওয়ার, বেক্সিমকো ও সামিট অ্যালায়েন্স পোর্ট।

লেনদেন হয়েছে মোট ১০৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২২৩ কোটি ০৬ লাখ টাকা।

বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে এক হাজার ৭৬৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ১২৮ পয়েন্টে স্থির হয়।
     
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা ৩১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১১৪ পয়েন্ট কমে ৮ হাজার ৮১০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৩২ পয়েন্ট কমে ১১ হাজার ৮০৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২০৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৫২৫ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।

লেনদেন হয় মোট ১১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২৬ কোটি ৩৮ লাখ টাকা।              

বাংলাদেশ সময় : ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫/আপডেটেড : ১২৩৭ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।