ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

শেয়ারবাজারে ব্যাপক দরপতন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
শেয়ারবাজারে ব্যাপক দরপতন

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৫ জানুয়ারি) ব্যাপক দরপতন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮১ পয়েন্ট কমে ৪ হাজার ৭১৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩২ পয়েন্ট কমে এক হাজার ৭৪৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২২ পয়েন্ট কমে এক হাজার ১১৩ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ২৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- সিঅ্যান্ডএ টেক্সটাইল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ফিড, আইসিবি, জিএসপি ফিন্যান্স, যমুনা অয়েল, ওয়েস্টার্ন মেরিন, সাইফ পাওয়ার, বেক্সিমকো ও সামিট অ্যালায়েন্স পোর্ট।

লেনদেন হয়েছে মোট ২২৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২২৩ কোটি ০৬ লাখ টাকা।

বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে এক হাজার ৭৬৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ১২৮ পয়েন্ট হয়।

দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭০ পয়েন্ট কমে ৪ হাজার ৭২৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৮ পয়েন্ট কমে এক হাজার ৭৫০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৯ পয়েন্ট কমে এক হাজার ১১৬ পয়েন্টে স্থির হয়।

     
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১৬১ পয়েন্ট কমে ৮ হাজার ৭৬৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২০১ পয়েন্ট কমে ১১ হাজার ৭৩৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৮৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৪৭ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দাম।

লেনদেন হয় মোট ২৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২৬ কোটি ৩৮ লাখ টাকা।              

বাংলাদেশ সময় : ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।