ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

আর্গন ডেনিমসের রাইট আবেদন নাকচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
আর্গন ডেনিমসের রাইট আবেদন নাকচ

ঢাকা: বস্ত্র খাতের আর্গন ডেনিমস কোম্পানির রাইট শেয়ার ইস্যুর আবেদন নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।



গতবছরের ৪ ফেব্রুয়ারি কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে ১০টি সাধারণ শেয়ারের বিপরীতে তিনটি রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দেয়। পরবর্তীতে গত ২৪ এপ্রিল বিশেষ সাধারণ সভায় (ইজিএম) কোম্পানির পর্ষদ ও বিনিয়োগকারীদের কাছ থেকে রাইট ছাড়ার অনুমোদন নেওয়া হয়।

তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সম্মতি না দেওয়ায় কোম্পানিটি এখন আর রাইট শেয়ার ছাড়তে পারবে না।

বাংলাদেশ সময় : ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।