ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকে নিম্নগতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
সূচকে নিম্নগতি

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭১২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ৭৪৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ১১৪ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ২১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, সিঅ্যান্ডএ টেক্সটাইল, জিএসপি ফিন্যান্স, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, হামিদ ফেব্রিক্স, ন্যাশনাল ফিড, দেশবন্ধু পলিমার, লাফার্জ সুরমা সিমেন্ট ও বেক্সিমকো ফার্মা।

লেনদেন হয়েছে মোট ১৩০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ২৩৫ কোটি ৮৬ লাখ টাকা।     

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট কমে ৪ হাজার ৭১৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ৭৪৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ১১৬ পয়েন্ট হয়।

দুপুর পৌনে ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট কমে ৪ হাজার ৭১০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে এক হাজার ৭৪৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ১১৩ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৫৭ পয়েন্ট কমে ৮ হাজার ৭৪৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬৬ পয়েন্ট কমে ১১ হাজার ৭৬৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১০৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৪২৭ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।

লেনদেন হয় মোট ১১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ১৮ কোটি ৯৭ লাখ টাকা।                  

বাংলাদেশ সময় : ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫/আপডেটেড : ১২৫০ ঘণ্টা/আপডেডেট : ১৩৪১ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।