ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

হরতালে সূচক কমেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
হরতালে সূচক কমেছে

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন রোববার (১ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণ কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৬৯ পয়েন্ট কমে ৪ হাজার ৬৫৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২৪ পয়েন্ট কমে এক হাজার ৭২৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট কমে এক হাজার ৯৯ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, সিঅ্যান্ডএ টেক্সটাইল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার, সিভিও পেট্রোকেমিক্যাল, বিএসসিসিএল, ন্যাশনাল ফিড, বেক্সিমকো, সাইফ পওয়ার ও সামিট অ্যালায়েন্স পোর্ট।

লেনদেন হয়েছে মোট ১৮৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ২০৬ কোটি ৫৭ লাখ টাকা।     

এর আগে বেলা ১১টা ০১ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫২ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২১ পয়েন্ট কমে এক হাজার ৭২৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১২ পয়েন্ট কমে এক হাজার ১০৩ পয়েন্ট হয়।

দুপুর ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮০ পয়েন্ট কমে ৪ হাজার ৬৪৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৯ পয়েন্ট কমে এক হাজার ৭১৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৮ পয়েন্ট কমে এক হাজার ৯৭ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ১২৫ পয়েন্ট কমে ৮ হাজার ৬১০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৩০ পয়েন্ট কমে ১১ হাজার ৬১২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৩০ পয়েন্ট কমে ১৪ হাজার ১৯৬ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২২টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম।

লেনদেন হয় মোট ১৫ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ১৭ কোটি ৮৮ লাখ টাকা।                  

রোববার সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়। ঘোষণা অনুযায়ী যা চলবে বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত।

গত শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতাল ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময় : ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।