ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

অবশেষে বাড়লো সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
অবশেষে বাড়লো সূচক

ঢাকা: টানা তিনদিন মূল্য সূচক পতনের পর ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। তবে মূল্য সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ।


 
মঙ্গলবার (১৮ আগস্ট) লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ৪১ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বেড়েছে ৪৮ পয়েন্ট।
 
এদিকে দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫২৮কোটি ৫৭ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৮১ কোটি  ৯০ লাখ  টাকা কম। আর সিএসইতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৩৪ লাখ ‍টাকা। যা আগের দিনের তুলনায় ৭০ লাখ টাকা কম।
 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ১৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ১৩৩টি এবং অপরিবর্তীত আছে ৪২টির দাম। আর সিএসইতে লেনদেন হওয়া ৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ১২৪টি এবং অপরিবর্তীত আছে ৩৩টির দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে ইসলামী ব্যাংক, ফ্যামিলি টেক্স, স্কয়ার ফার্মা, এপেক্স ট্যানারী, শাহাজীবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার, ফার কেমিক্যাল, আরএসআরএম স্টিল ও গ্রামীণ ফোন।
 
দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে এপেক্স ট্যানারি, অ্যাপেক্স ফুডস, এটলাস বাংলা, নরদার্ন জুট, প্রাইম টেক্স, এএমসিএল (প্রাণ), পিপলস লিজিং, ফার কেমিক্যাল, জাহিন টেক্স ও সোনালি আঁশ।
 
অপরদিকে দাম কমার শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে জেমীনি সি ফুড, এফবিএফআইএফ, মাইডাস ফাইন্যান্স, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড-১, প্রাইম ফাইন্যান্স ১ম মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ১ মিউচ্যুয়াল ফান্ড, মুন্নু স্টাফলার, ৫ম আইসিবি, কোহিনুর কেমিক্যাল ও আল-হাজটেক্স।
 
বাজার পর্যালোচনা দেখা যায়, এদিন লেনদেনের শুরুতে ডিএসইতে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনর তুলনায় ৪ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১১টায় বাড়ে ২২ পয়েন্ট। ১১টা ১০ মিনিটে বাড়ে ২০ পয়েন্ট।
 
এরপর বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে যায়। বেলা সাড়ে ১১টায় বাড়ে ১ পয়েন্ট।   বেলা ১১টা ৫০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ৫ পয়েন্ট।
 
দুপুর ১টায় সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে যায়। এর পরই টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয় মূল্য সূচকে। যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দুপুর ২টা ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে যায়। আর দিন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০৯ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৪ পয়েন্টে অবস্থান করছে।
 
অপর শেয়ার বাজার সিএসইতে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৬৩ পয়েন্টে অবস্থান করছে।
 
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এএসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।