ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

শেয়ারবাজারে প্রথম ঘণ্টায় লেনদেনে শ্লথ গতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
শেয়ারবাজারে প্রথম ঘণ্টায় লেনদেনে শ্লথ গতি

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ আগস্ট) প্রথম ঘণ্টার লেনদেনে বাংলাদেশের শেয়ার বাজারের উভয় বাজারে ধীর গতি দেখা যাচ্ছে। একই সঙ্গে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে মূল্য সূচকেও।



প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক ঘণ্টায় লেনদেন হয়েছে ১৪০ কোটি টাকা। আর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ৬ পয়েন্ট।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক ঘণ্টায় লেনদেন হয়েছে ৮ কোটি টাকা। ডিএসইতে মূল্য সূচক কমলেও প্রথম ঘণ্টায় ঊর্ধ্বমুখী রয়েছে সিএসইতে। এক ঘণ্টায় সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বেড়েছে ১৭ পয়েন্ট।

এদিন লেনদেনের শুরুতে ডিএসইতে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়।
লেনদেনের প্রথম ১০ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৫০মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১৫ পয়েন্ট।

এরপর টানা ঊর্ধ্বমুখিতায় বেলা ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে যায়। ১১টা ১০ মিনিটে বাড়ে ১৫ পয়েন্ট।

এরপর ধীরে ধীরে নিম্নমুখী হতে থাকে সূচক। বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ২ পয়েন্ট। বেলা সাড়ে ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে যায়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৪৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪১ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ১ হাজার ৮৪৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে ১ হাজার ১৮৭ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৮ কোটি ২১ লাখ টাকা। লেনদেন হওয়া ১১৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত আছে ৬২টির।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে এসপিসিএল, সিটি ব্যাংক, বিবিএস, ফার কেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, ইউসিবিএল, আলহ্বাজ টেক্সটাইল, বারাকা পাওয়ার ও অ্যাপেক্স ট্যানারি।

অপর শেয়ার বাজার সিএসইতে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৭৯ লাখ টাকা।

লেনদেন হওয়া ৭৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ৭০টির এবং অপরিবর্তিত আছে ৩০টির দাম।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এএসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।