ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম ১ সেপ্টেম্বর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম ১ সেপ্টেম্বর

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বীমা কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এদিন বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে এমএইচ শমরিতা হসপিটাল এন্ড মেডিকেল কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।



সভায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ কর্তৃক ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৪ হিসাব বছরের জন্য ঘোষণা করা ২২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন হওয়ার কথা রয়েছে।

১৯৯৬ সালে শেয়াবাজারে আসা কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা। এর মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮৩৯টি।

এর মধ্যে উদ্যোক্তা পরিচালক ৪৪ দশমিক ২৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৯ দশমিক শূন্য ৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৩৬ দশমিক ৬২ শতাংশ শেয়ার।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।