ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ১১৮ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ১১৮ কোটি টাকা

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) লেনদেনের শুরুতে দেশের উভয় শেয়ারবাজারে মূল্য সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বেড়েছে ৮ পয়েন্ট।

আর লেনদেন হয়েছে ১১৮ কোটি টাকা।

ডিএসইর মতো অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম ঘণ্টায় মূল্য সূচক ঊর্ধ্বমুখী রয়েছে। প্রথম ঘণ্টায় সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বেড়েছে ১৪ পয়েন্ট। আর লেনদেন হয়েছে প্রায় সাড়ে ৭ কোটি টাকা।

এদিন ডিএসইতে লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে যায়। ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ৯ পয়েন্ট।

এরপর সূচকের টানা ঊর্ধ্বমুখীতায় বেলা ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বৃদ্ধি পায়। বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১১ পয়েন্ট। ১১টা ২০ মিনিটে বাড়ে ১২ পয়েন্ট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৩৫ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০২ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮০ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১২৯ কোটি ২২ লাখ টাকা। লেনদেন হওয়া ১৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ৯৭টি এবং অপরিবর্তীত আছে ৫৫টি।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- ইউনাইটেড এয়ার, কেপিসিএল, আমান ফিড, লিণ্ডে বিডি, এমারেল্ড অয়েল, বিএসআরএম, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা ও মতিন স্পিনিং।

অপর শেয়ার বাজার সিএসইতে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৫৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৯৫ লাখ টাকা।

লেনদেন হওয়া ৮০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ৭৩টি এবং অপরিবর্তীত আছে ৩৪টি।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।