ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

এক ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৮৬ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
এক ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৮৬ কোটি টাকা

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৮ সেপ্টেম্বর) লেনদেনের শুরুতে দেশের উভয় শেয়ারবাজারে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় কমেছে। ফলে মূল্য সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে উভয় বাজারে।

সেই সঙ্গে লেনদেনেও স্লথগতি দেখা যাচ্ছে।

এক ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমেছে ৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ৮৬ কোটি টাকার কিছু বেশি।

ডিএসই’র মতো অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম ঘণ্টায় মূল্য সূচক নিম্নমুখী রয়েছে। এক ঘণ্টায় সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমেছে ৭ পয়েন্ট।   আর লেনদেন হয়েছে প্রায় ৬ কোটি টাকা।
 
এদিন ডিএসইতে বরাবরের মতো মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শরু হয়। লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ৪ পয়েন্ট। ১০টা ৫০ মিনিটে বাড়ে ২ পয়েন্ট।
 
এরপর নিম্নমুখী হতে থাকে মূল্য সূচক। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে যায়। বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ১০ পয়েন্ট। ১১টা ২০ মিনিটে কমে ১১ পয়েন্ট।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় দশমিক ৩০ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮৪ পয়েন্টে অবস্থান করছে।
 
এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ১ হাজার ৮২৪ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ১ হাজার ১৭৪ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১০৭ কোটি ২০ লাখ টাকা। লেনদেন হওয়া ১৩১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১০৫টি এবং অপরিবর্তীত আছে ৫২টি।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- আমান ফিড, ইউনাইটেড এয়ার, লঙ্কা বাংলা, এমারেল্ড অয়েল, ওরিয়ন ইনফিউশন, কেপিসিএল, আইডিএলসি, এনবিএল, মতিন স্পিনিং ও স্কয়ার ফার্মা।
 
অপর শেয়ারবাজার সিএসইতে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ৮ হাজার ৯০০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৯১ লাখ টাকা।
 
লেনদেন হওয়া ৬৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ৭৯টি এবং অপরিবর্তীত আছে ৩০টি।
 
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।