ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ফের সূচকের সঙ্গে কমলো লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
ফের সূচকের সঙ্গে কমলো লেনদেন

ঢাকা: ফের টানা দরপতন দেখা দিয়েছে দেশের দুই শেয়ারবাজারে।   বুধবার (০৯ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো মূল্য সূচকের পতন ঘটেছে উভয় শেয়ারবাজারে।

সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমেছে ২৬ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক কমেছে ৩৬ পয়েন্ট।

মূল্য সূচকের পতনের সঙ্গে উভয় বাজারে কমছে লেনদেনর পরিমাণ। দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৭৩ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ২৯ কোটি ৭ লাখ টাকা কম।

আর সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৯ কোটি ৬১ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ২ কোটি ৮৩ লাখ টাকা কম।

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া অর্ধেকের বেশি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট আগের দিনের তুলনায় দর হারিয়েছে। দিন শেষে ১৭১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় কমেছে।
অপরদিকে বেড়েছে ১১৩টি এবং অপরিবর্তিত ছিল ৩৬টি।

একই চিত্র সিএসইতেও। এই বাজারে লেনদেন হওয়া ১৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় কমেছে। অপরদিকে দাম বেড়েছে ৮৫টির এবং অপরিবর্তিত আছে ৩৮টি।

বুধবার ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- স্কয়ার ফার্ম‍া, জিপি, আমান ফিড, ইউনাইটেড এয়ার, ইমারেল্ড ওয়েল,লংকা বাংলা, হাইডেল বার্গ সিমেন্ট, আইডিএলসি, লাফার্জ সুরমা সিমেন্ট ও ওরিয়ন ইনফিউশন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, এদিন ডিএসইতে বরাবরের মতো মূল্য সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে যায়।

বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ৪ পয়েন্ট। ১০টা ৫০ মিনিটে বাড়ে ২ পয়েন্ট।

এরপর নিম্নমুখী হতে থাকে মূল্য সূচক। যা দিনের শেষ পর‌্যন্ত অব্যহত থাকে। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে যায়। বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ১০ পয়েন্ট। ১১টা ২০ মিনিটে কমে ১১ পয়েন্ট।
 
দুপুর ১২ টায় কমে ২ পয়েন্ট। দুপুর ১টায় কমে ১২ পয়েন্ট। দুপুর ২টায় কমে ২২ পয়েন্ট। আর লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৭৫৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট কমে ১ হাজার ৮১৫ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ১ হাজার ১৬৭ পয়েন্টে অবস্থান করছে।

অপর শেয়ারবাজার সিএসইতে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩৬ পয়েন্ট কমে ৮ হাজার ৮৬৫ পয়েন্টে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫   
এএসএস/এমএ

** এক ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৮৬ কোটি টাকা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।