ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে দিনের লেনদেন শুরু হয়েছে। এদিন উভয় বাজারেই আগের কার্যদিবসের তুলনায় প্রথম ঘণ্টায় লেনদেনের পরিমাণ বেড়েছে।



মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দেশের দুই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৬ কোটি টাকার কিছু বেশি। অপর বাজার সিএসইতে একই সময়ে লেনদেন হয়েছে ১০ কোটি ২৩ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া ২৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি শেয়ারের।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)  সার্বিক সূচক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭৮ পয়েন্টে। এ বাজারে লেনদেন হওয়া ১৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এফবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।