ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

মিশ্র প্রবণতায় লেনদেন চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
মিশ্র প্রবণতায় লেনদেন চলছে

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩০ মার্চ) লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকে মিশ্র প্রবণতা দেখা দিয়েছে।

এর আগে মঙ্গলবার (২৯ মার্চ) দেশের দুই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনেদেন হয়েছে।

তবে তার আগে টানা পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে নিম্নমুখী প্রবণতায়।
 
লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কিছুটা বেড়ে যায়। তবে ১০টা ৫৪ মিনিটের পর থেকে সূচক কমতে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিএসইএক্স সূচক ০ দশমিক ০৬ পয়েন্ট কমে ৪ হাজার ৩১১ পয়েন্টে অবস্থান করছে।
 
অপরবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স বেড়েছে ৮ পয়েন্ট।
 
বেলা পৌনে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৮৬ কোটি টাকার কিছু বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত আছে ৪৯টি।
 
অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটির বেশি। লেনদেন হওয়া ১৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত আছে ৮২টির।
 
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এমআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।