ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

একিন ফিডে আড়াইশ’ কোটি বিনিয়োগ করবে আমান ফিড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
একিন ফিডে আড়াইশ’ কোটি বিনিয়োগ করবে আমান ফিড

ঢাকা: সহযোগী প্রতিষ্ঠান একিন ফিডে দুই কোটি ৪৫ লাখ টাকা বিনিয়োগ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেড। এ টাকায় একিন ফিডের ২৪ লাখ ৫০ হাজার শেয়ার কিনবে।

যার অভিহিত মূল্য ১০ টাকা।

আমান ফিডের পরিচালনা পর্ষদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এর ফলে আমান ফিড একিনের ৪৯ শতাংশের মালিকানা পাবে। পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে একিন ফিড কার্যক্রম শুরু করেছে। মাছের ভাসমান খাদ্য উৎপাদনই হচ্ছে কোম্পানিটির প্রধান ব্যবসা। প্রকল্পের জন্য মোট ব্যয় হবে ৯০ কোটি টাকা এবং বছরে উৎপাদন ক্ষমতা প্রায় ৬০ হাজার মেট্রিক টন।

গত বছর দেশের দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় আমান ফিড। সোমবার (০৪ এপ্রিল) এ কোম্পানির শেয়ার ৮২.৬ টাকা থেকে ৮৮.১ টাকায় লেনদেন হচ্ছে (এ রিপোর্ট লেখা পর্যন্ত)।

সদ্য সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে আমান ফিড। কোম্পানিটির ১৩৯ কোটি টাকা রিজার্ভ রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।