ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দরপতনে চলছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
দরপতনে চলছে লেনদেন

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৫ এপ্রিল) লেনদেনের প্রথম দুই ঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।

একইসঙ্গে লেনদেনেও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।

এর আগের পাঁচ কার্যদিবস দেশের দুই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়।

এদিন লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমতে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৪১২ পয়েন্টে অবস্থান করছে।
 
অপরবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৪০ পয়েন্ট কমে ৮ হাজার ২৫১ পয়েন্ট অবস্থান করছে।

বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৫ কোটি টাকার কিছু বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত আছে ৪৯টি।
 
অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটির বেশি। লেনদেন হওয়া ১৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত আছে ৩৫টির।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।