ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

শেয়ার বিক্রির চাপে দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
শেয়ার বিক্রির চাপে দরপতন

ঢাকা: শেয়ার কেনার চেয়ে বিক্রির পরিমাণ বেশি থাকায় সপ্তাহের প্রথম কার্যদিবস (১০ এপ্রিল) রোববার দেশের দুই শেয়ারবাজারে দরপতন হয়েছে। কমেছে সূচক ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

তবে বেড়েছে লেনদেন।

 

দিনভর সূচকের ওঠানামার পর রোববার ঢাকার বাজারে সূচক কমেছে ১১ পয়েন্ট। আর চট্টগ্রামের বাজারে কমেছে ২২ পয়েন্ট। বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা দুই কার্যদিবস উত্থানের পর শেয়ারবাজারে মূল্য সংশোধন হয়েছে।

তারা বলছেন, দিনের শুরুতেই ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বড় বিনিয়োগকারীরা শেয়ার কিনলেও দিনের শেষ অংশে আইসিবিসহ কিছু প্রতিষ্ঠানের শেয়ার বিক্রিতে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে এতে বিচলিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন তারা।

সপ্তাহের প্রথম দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনে চেয়ে ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৪৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ৭০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে ১ হাজার ৬৮১ পয়েন্টে অবস্থান করছে।

দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৩০ কোটি টাকা বেশি। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ১৮৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫ কোম্পানির শেয়ারের।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট কমে ৮ হাজার ২৮১ পয়েন্ট দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি টাকা। লেনদেন হওয়া ২৩৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৩টির কমেছে ১৪৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩২ কোম্পানির শেয়ারের।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।