ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক পতন থামলেও কমেছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
সূচক পতন থামলেও কমেছে লেনদেন

ঢাকা: সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবস বুধবার (১৩ এপ্রিল) দেশের শেয়ার বাজারে সূচক সামান্য বেড়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, কেনার চেয়ে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ বেশি থাকায় আগের দিনের তুলনায় বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে অধিকাংশ বহুজাতিক কোম্পানির শেয়ারের দাম বাড়ায় বড় ধরনের দরপতন থেকে রক্ষা পেয়েছে শেয়ারবাজার।

বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ১১ পয়েন্ট বেড়ে চার হাজার ৪০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮৩ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক আগের দিনের চেয়ে ১ দশমকি ২৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১৪১টির, অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ারের। দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯০ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৮৪ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিলো ৪৭৪ কোটি টাকা।

দেশের অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৪১পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি টাকা।

লেনদেন হওয়া ২৩০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১২০টির, অপরিবর্তিত রয়েছে ৩৪ কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।