ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

তিনদিন পর বেড়েছে সূচক ও লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
তিনদিন পর বেড়েছে সূচক ও লেনদেন

ঢাকা: টানা তিন কার্যদিবস দরপতনের পর সপ্তাহের চতুর্থ দিন বুধবার (২০ এপ্রিল) সূচক বাড়লো দেশের উভয় পুঁজিবাজারে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আইসিবিসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার কেনায় সূচক ও লেনদেন বেড়েছে।

বুধবার দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে চার হাজার ৩৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৫ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬৭ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া  কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১৭৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৩৪ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৯৪ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিলো ৩৩৯ কোটি টাকা।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৮ কোটি টাকা। আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিলো ২১ কোটি টাকা।

লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৪২টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের দাম।

সপ্তাহের আগের তিনদিন পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের সমন্বয় সীমা বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনীহার পাশাপাশি বাজার নিয়ে অর্থমন্ত্রীর নেতিবাচক বক্তব্যের জেরে নেতিবাচক প্রভাব পড়ে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।