ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মে ২, ২০১৬
সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (২ মে) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনেদেন।
 
লেনদেনের প্রথম পৌনে এক ঘণ্টায় ঢাকার বাজারে সূচক কমেছে ১৮ পয়েন্ট, চট্টগ্রামের বাজারেও কমেছে ১৮ পয়েন্ট।


 
এর আগে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) পর্যন্ত টানা ছয় কার্যদিবস সূচকের নিম্নমুখী প্রবণতায় উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে।
 
পহেলা মে উপলক্ষে সরকারি ছুটি থাকায় নতুন সপ্তাহের প্রথম দিনের লেনদেন শুরু হয়েছে সোমবার। আগের ছয়দিনের মতো দিনের শুরুতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক কমতে থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে চার হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করছে।
 
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ১৮ পয়েন্ট কমে সাত হাজার ৮৩১ পয়েন্টে অবস্থান করছে।
সকাল ১১টা পর্যন্ত ডিএসই’তে লেনদেন হয়েছে ৫৪ কোটি টাকার কিছু বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ১৫২টি ও অপরিবর্তিত রয়েছে ৩২টি।

এদিকে, সিএসই’তে লেনদেন হয়েছে ২ কোটি টাকা। লেনদেন হওয়া ৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ৬৪টির ও অপরিবর্তিত আছে ৭টির।
 
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মে ২, ২০১৬
এমএফআই/কেআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।