ঢাকা: টানা দুই কার্যদিবস উত্থানের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৯ মে) দেশের উভয় পুঁজিবাজারে দরপতন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে।
ঢাকার বাজারে সূচক কমেছে ১১ পয়েন্ট, চট্টগ্রামের বাজারে কমেছে ২৮ পয়েন্ট। পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।
তবে বাজারের সার্বিক বিষয়কে মূল্য সংশোধন বলে মনে করছেন সংশ্লিষ্টরা
এর আগে রোববার ও বৃহস্পতিবার (৮ ও ৫ মে) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়।
সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ দশমিক ৬৭ পয়েন্ট কমে ৪ হাজার ৩২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএইএক্স শরীয়াহ সূচক আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪২ পয়েন্ট কমে ১ হাজার ৬৩ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৩ দশমিক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ৬৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৩ কোটি ৯৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৩৯৭ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৯৬ কোটি টাকা বেশি। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১৭৮টির ও অপরিবর্তিত রয়েছে ৫২ কোম্পানির শেয়ারের দাম।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ২৮ পয়েন্ট কমে ৮ হাজার ৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিলো ২৪ কোটি ৯৬ লাখ টাকা।
লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত আছে ২৭টির।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মে ০৯, ২০১৬
এমএফআই/জেডএস