ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক-লেনদেনে বিপরীত চিত্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুন ৮, ২০১৬
সূচক-লেনদেনে বিপরীত চিত্র

ঢাকা: দেশের দুই শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় বাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে লেনদেন।

 

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৮ জুন) দিনভর সূচকের ওঠানামা শেষে ঢাকার বাজারে সূচক বেড়েছে ৮ পয়েন্ট, চট্টগ্রামের বাজারে বেড়েছে ২৪ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪২০ পয়েন্টে দাঁড়িয়েছে।      
 
ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ০ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক আগের দিনের চেয়ে ১ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৩ কোটি টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৪৭১ কোটি ৪৭ লাখ টাকা।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭০টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত আছে ৬২টির।
 
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ২৪ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৯৬ লাখ টাকা।
 
লেনদেন হওয়া ২২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত আছে ৩৭টির।
 
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।