ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দর পতনে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুন ১২, ২০১৬
দর পতনে সপ্তাহ শুরু

ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণার দ্বিতীয় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ জুন) পুঁজিবাজারে দরপতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেন, সূচক ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

 

এর আগের কার্যদিবস বৃহস্পতিবার ঢাকার বাজারে সূচকের পতন হলেও চট্টগ্রামের বাজারে সামান্য বৃদ্ধি পায়। তবে তার আগের টানা দুই কার্যদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

রোববার দিনভর সূচকের ওঠানামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট ৩১৬টি কোম্পানির ৮ কোটি ৬ লাখ ৭২ হাজার ২৮২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ৩৩১ কোটি ৯৭ লাখ ৯৬ হাজার ৭৫৬ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮ কোটি ৫০ লাখ টাকা কম।

তিন সূচকে পথ চলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯.৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৪০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।      

ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৬৬ পয়েন্ট কমে ১ হাজার ৭৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত আছে ৫৭টির।

ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে থাকা দশ কেম্পানি হলো- একমি ল্যাবরেটরিজ, লিন্ডে বিডি, বিএসআরএম লিমিটেড, শাহাজীবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, অলিম্পিক এক্সেসরিজ, ওরিয়ন ইনফিউশন, ডরিন পাওয়ার, আমান  ফিডস ও ইসলামী ব্যাংক।

দাম বাড়ার শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- এক্সিম ১ম মিউচ্যুয়াল ফান্ড, কাশেম ড্রাইসেল, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ার, ৮ম আইসিবি, জিপিএইচ ইস্পাত, শাহাজীবাজার পাওয়ার, অলিম্পিক এক্সেসরিজ, বিএসআরএম লিমিটেড ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ১১ দশমিক ২৮ পয়েন্ট কমে ৮ হাজার ২৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ২৩ কোটি টাকা।

লেনদেন হওয়া ২২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত আছে ৪০টির।
 
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জুন ১২, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।