ঢাকা: আইসিএল ব্যালেন্স ফান্ড এবং এটিসি শরীয়া ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাসের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউটিরিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (২০ জুলাই) কমিশনের ৫৮০তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, বে-মেয়াদী এ ফান্ডটির প্রাথমিক আকার হবে ১০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তাদের অংশ হবে ২ কোটি টাকা। বাকি ৮ কোটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ইউনিট বিক্রির মাধ্যমে এ টাকা উত্তোলন করা হবে। ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে ইমপ্রেস ক্যাপিটাল।
ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) এবং কাস্টডিয়ান হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
এমএফআই/আইএ