ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক ও লেনদেন উভয়ই কমেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
সূচক ও লেনদেন উভয়ই কমেছে

ঢাকা: আগের কার্যদিবস মঙ্গলবার (২৬ জুলাই) সূচক সামান্য বৃদ্ধি পেলেও সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৭ জুলাই) পুঁজিবাজারে ফের সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

দিনভর নিম্নমুখীতায় এদিন ঢাকার বাজারে সূচক কমেছে ১২ পয়েন্ট, চট্টগ্রামের কমেছে ১৮ পয়েন্ট।

পাশাপাশি কমেছে লেনদেন ও বাজার মূলধন।

এর আগে মঙ্গলবার উভয় বাজারে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে তার আগের টানা পাঁচ কার্যদিবস ঢাকার বাজারে সূচক বেড়েছে।

দিন শেষে এদিন ডিএসইতে মোট ৩২৬টি সিকিউরিটিজের ৮ কোটি ৭৭ লাখ ৫৬ হাজার ১৬৫টি শেয়ারের হাতবদল হয়েছে। যা টাকার অংকে লেনদেনের পরিমাণ ৪০৫ কোটি ২২ লাখ ৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৪৪৮ কোটি ১৫ লাখ ৯৪ টাকা।

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১.৯৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩৮.২০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ৫.৮৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৭১.৯২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৩.৪৪ পয়েন্ট কমে ১ হাজার ১১৩.১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৭.৯১ পয়েন্ট কমে ৮ হাজার ৫০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ১ লাখ ৮০ হাজার ৩২২ টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ২৯ কোটি ২৩ লাখ ৩৮ হাজার ৩১৩ টাকা। লেনদেন হওয়া ২৫১ সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ১২৭টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ২৭,২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।