ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস সূচক পতনের পর দ্বিতীয় কার্যদিবস দেশের উভয় বাজারে সূচক বেড়েছে। সূচকের পাশাপাশি সোমবার (০১ আগস্ট) বেশির ভাগ শেয়ারের দাম ও বাজার মূলধন বেড়েছে।
এদিন ঢাকার বাজারে সূচক বেড়েছে ৮ পয়েন্ট, চট্টগ্রামের বাজারে বেড়েছে ২৪ পয়েন্ট। এর আগের দিন সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩১ জুলাই) উভয় বাজারে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও বেড়েছিলো লেনদেন।
দিনভর সূচকের ওঠানামা শেষে সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩২৬টি সিকিউরিটিজের ৯ কোটি ৬৮ লাখ ৬৬ হাজার ৩০১টি শেয়ারের হাতবদল হয়েছে। যা টাকার অংকে ৩৭৭ কোটি ৭২ লাখ ৭৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫০২ কোটি ৯৫ লাখ ২৫ হাজার টাকার।
এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪.৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩৩.৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ৪.৫২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৭৪.৮০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৪.১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৩.২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৪.৪৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫০০ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৪৯ লাখ ৬১ হাজার ৫৭ টাকার। আগের দিন লেনদেন হয়েছিলো ২৪ কোটি ৩০ লাখ টাকার।
লেনদেন হওয়া ২৫২ সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ৮৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ারের দাম।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
এমএফআই/জেডএস