ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক উত্থানে পুঁজিবাজারে সপ্তাহ পার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
সূচক উত্থানে পুঁজিবাজারে সপ্তাহ পার

ঢাকা: একদিন পতন আর চার কার্যদিবস সূচক বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহ পার করলো দেশের উভয় পুঁজিবাজার। চলতি সপ্তাহে তিন কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৪ আগস্ট) দিনভর সূচকের ওঠানামার মধ্য দিয়ে শেয়ারের লেনদেন হয়েছে।

দিন শেষে ঢাকার বাজারে সূচক বেড়েছে ২ পয়েন্ট, চট্টগ্রামের বাজারে বেড়েছে ১২ পয়েন্ট।

সূচক বাড়লেও এদিন উভয় বাজারে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ।

এর আগের কার্যদিবস বুধবার (০৩ আগস্ট) সূচকের পাশাপাশি বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন বেড়েছিলো।

বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩২৫টি সিকিউরিটিজের ১০ কোটি ৭৫ লাখ ৩৬ হাজার ২৩৪টি শেয়ারের হাতবদল হয়েছে। যা টাকার অংকে ৪৪২ কোটি ৮৬ লাখ ২৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৫২ কোটি ১৩ লাখ ৯৬ হাজার টাকার।
 
এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১.৫৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৭৭.৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ১.৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯৫.২০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ০.৪৩ পয়েন্ট কমে ১ হাজার ১২৩.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১১.৭২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৯০ লাখ ৩৮ হাজার ৪৬৫ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৭৫ লাখ ১৭ হাজার টাকার।
 
লেনদেন হওয়া ২৪৯ সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১১৬টির, অপরিবর্তিত রয়েছে ৩২টি শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।