ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক পতনে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
সূচক পতনে সপ্তাহ শুরু

ঢাকা: গত সপ্তাহে টানা চার কার্যদিবস সূচকের উত্থানের পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৭ আগস্ট) পুঁজিবাজারে সূচক পতন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন উভয় বাজারে কমেছে লেনদেন, সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকার বাজারে সূচক কমেছে ৯ পয়েন্ট, চট্টগ্রামের বাজারে কমেছে ১৩ পয়েন্ট।

রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩২৫টি কোম্পানির ৯ কোটি ২৯ লাখ ৮৫ হাজার ৫৭১টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৪১৮ কোটি ২৭ লাখ ৪৯ হাজার ৬৩৪ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৪২ কোটি ৮৬ লাখ টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৯.১৪ পয়েন্ট কমে ৪৫৬৮.৪২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.৯১ পয়েন্ট কমে ১৭৮৯.২৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ০.৮০ পয়েন্ট কমে ১১২২.২৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ারের।

ডিএসইতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট, এমজেএল বিডি, বিএসসি, বিএসসিসিএল, একমি ল্যাব, বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল টিউবস, গ্রামীণফোন ও উত্তরা ব্যাংক।

দাম বাড়ার শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- সোনালী আঁশ, উসমানিয়া গ্লাস ফ্যাক্টরি, ইস্টার্ন কেবলস, নর্দান জুট, সিভিও পেট্রোকেমিক্যাল, শমরিতা হাসপাতাল, লিবরা ইনফিউশন, রেনউইক যজ্ঞেশ্বর, জিকিউ বল পেন ও জেমিনি সি ফুড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১২.৯৯ পয়েন্ট কমে ৮ হাজার ৫৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি টাকা।

লেনদেন হওয়া ২৪২টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ০৭,২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।