ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন ৫শ’ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
ডিএসইতে লেনদেন ৫শ’ কোটি টাকা

ঢাকা: সূচক উত্থানের মধ্য দিয়ে সপ্তাহ পার করলো দেশের পুঁজিবাজার। দিনভর সূচকের ওঠানামা শেষে বৃহস্পতিবার (১১ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৫শ’ কোটি টাকার কিছু বেশি।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২৭ কোটি টাকা। উভয় বাজারে লেনদেন বৃদ্ধির পাশাপাশি বেড়েছে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। আগের দিন ডিএসইতে উত্থান হলেও সিএসইতে দরপতন হয়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩২৬টি কোম্পানির ১১ কোটি ৭৭ লাখ ৫৫ হাজার ৬০টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৫০০ কোটি ৯৪ লাখ ৯৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৮১ কোটি ৮১ লাখ টাকা।

এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৫.০৭ পয়েন্ট বেড়ে ৪৫৭৪.৩৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২.৮৯ পয়েন্ট কমে ১৭৮১.০২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ০.৪৩ পয়েন্ট বেড়ে ১১২৩.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৭০টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৬.০৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৪ লাখ টাকা।

লেনদেন হওয়া ২৬২টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ৯০টির, আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ১১,২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।