ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক পতনে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
সূচক পতনে সপ্তাহ শুরু

ঢাকা: সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস বোরবার (আগস্ট ২১) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন উভয় বাজারে সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

এর ফলে টানা দুই কার্যদিবস সূচক পতনে হলো। এর আগে গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (আগস্ট ১৮) উভয় বাজারে সূচক পতন হয়। তবে তার আগের টানা পাঁচ কার্যদিবস সূচক বেড়েছে।

রোববার লেনদেনের শুরুতে সূচক সামান্য বৃদ্ধি প্রবণতায় লেনদেন শুরু হয়ে চলে ১০টা ৪৭ মিনিট পর্যন্ত। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের ওঠানামা। দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৬ পয়েন্ট, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১০ পয়েন্ট।

ডিএসইতে মোট ৩২১টি কোম্পানির ১০ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ২১৭টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। টাকার অংকে লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৬৯ লাখ ৭৮ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫১১ কোটি ৯০ লাখ ৪২ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫০৩ কোটি ৯৪ লাখ ২ হাজার টাকার।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬.০৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫৭৯.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে এদিন ডিএস-৩০ মূল্যসূচক ০.৩৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬৬.২৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ২.৪৭ পয়েন্ট কমে ১ হাজার ১১৯.২১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টি কোম্পানির শেয়ারের দাম।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ০৯.৭৭ পয়েন্ট কমে ৮ হাজার ৫৭৩.৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৯১ লাখ ৮১ হাজার টাকার। আগের দিন লেনদেন হয়েছিলো ২৭ কোটি ৮৩ লাখ ৬১ হাজার টাকার।

লেনদেন হওয়া ২৬০টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ১৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।