ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে মূল্য সংশোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
পুঁজিবাজারে মূল্য সংশোধন

ঢাকা: দিনভর সূচকের ওঠানামা শেষে মাসের প্রথম কার্যদিবস রোববার (০২ অক্টোবর) দেশের উভয় পুঁজিবাজারে সূচক, লেনদেন ও বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। তবে তার আগের দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনেদেন হয়েছিলো।

 

বাজারের এ অবস্থাকে মূল্য সংশোধন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, উত্থানের পর সূচকের পতন এটাই পুঁজিবাজারের স্বাভাবিক নিয়ম। গত দু’দিন টানা সূচক বৃদ্ধির পর মূল্য সংশোধন হয়েছে।

রোববার (০২ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৪ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ১৯ পয়েন্ট।

ডিএসইতে এদিন মোট ৩২২টি কোম্পানির ১৮ কোটি ৮৩ লাখ ৭০ হাজার ৬৮০টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। যা টাকার অংকে ৫৩১ কোটি ২৪ লাখ ২৭ হাজার টাকার লেনদেন। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮১ কোটি ৬০ লাখ ১৭ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৯২ কোটি ৯ লাখ ৬৯ হাজার টাকার।

এদিন তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪.২৫ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯০.৯৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ২.১৮ পয়েন্ট কমে ১ হাজার ৭৭৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ২.৪০ পয়েন্ট কমে ১ হাজার ১২৩.৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৮.১৫৪ পয়েন্ট কমে ৮ হাজার ৭৬৭.৩১ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কোটি ২৮ লাখ ৩৮ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৩২ কোটি ৪৪ লাখ ৫১ হাজার ১৭১ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩২ কোটি ৪ লাখ ৮৬ হাজার ৯৯৭ টাকার।  

সিএসইতে লেনদেন হওয়া ২৪৮টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১০৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার।
 
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।