ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে সূচক বাড়লো টানা তিনদিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
ডিএসইতে সূচক বাড়লো টানা তিনদিন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়। 

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৮ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়।

 

রোববার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিলো ৯৭৫ কোটি। আগের দুই কার্যদিবস লেনদেন ছাড়িয়েছিল হাজার কোটি টাকা।  

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৩৮ দশমিক ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৬৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮০৩ পয়েন্টে।

ডিএসইতে ৩২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৩৫টি কোম্পানির দর কমেছে এবং ৪৩টি কোম্পানির দর অপরিবর্তিত আছে।

টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিবিএস। এদিন কোম্পানিটির ৪৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এরপর লাফার্জ সুরমা সিমেন্ট ৩৯ কোটি ১৪ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ৩২ কোটি ৯২ লাখ, অ্যাপোলো ইস্পাত ২৪ কোটি ৯৪ লাখ, আরএসআরএম স্টিল ২৪ কোটি ৭২ লাখ, একটিভ ফাইন ১৭ কোটি ৩৮ লাখ, গোল্ডেন হার্ভেস্ট ১৭ কোটি ২৭ লাখ, কনফিডেন্স সিমেন্ট ১৭ কোটি ২ লাখ ও নাভানা সিএনজি ১৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে সিএসইর সব সূচকের উত্থান হয়েছে। সিএসসিএক্স সূচক ৪৮ দশমিক শূন্য ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২১১ দশমিক ৭৫ পয়েন্টে। সিএসই৫০ বেড়েছে দশমিক ৪৮ পয়েন্ট, সিএসই৩০ বেড়েছে ৬১ দশমিক ৭৫ পয়েন্ট। সিএএসপিআই বেড়েছে ৭১ দশমিক ২৭ পয়েন্ট এবং সিএসআই বেড়েছে শূন্য দশমিক ৩১ পয়েন্ট।

সিএসইতে ৫৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন ছিল ৯৪ কোটি ৫৭ লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত আছে ২৯টির।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।