ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক কমেছে ডিএসইতে, বেড়েছে সিএসইতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, মে ৮, ২০১৭
সূচক কমেছে ডিএসইতে, বেড়েছে সিএসইতে

ঢাকা: দিনভর সূচকের ওঠানামা থাকলেও লেনদেন শেষে সূচকের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে সূচক বেড়েছে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

ফলে ডিএসইতে টানা তিন কার্যদিবস সূচক পতন হলো। অপরদিকে দুই কার্যদিবস শেষে সিএসইতে দরপতন থামলো।

তবে আগের টানা দু্ই কার্যদিবস (মঙ্গল ও বুধবার) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়েছিলো।

রোববারের মতো সোমবার (০৮ মে) ডিএসইতে সূচক কমেছে ৪ পয়েন্ট। তবে সিএসইতে সূচক বেড়েছে ৬ পয়েন্ট। কমেছে লেনদেনের পরিমাণ। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসই’র তথ্য মতে, সোমবার ডিএসইতে ২১ কোটি ৮ লাখ ১১ হাজার ৯৮৫টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬৩২ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৩৭ কোটি ৭২ লাখ ৭৪ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭৫৮ কোটি ৮৩ লাখ ৪১ হাজার টাকা।  

এদিন তিন সূচকে পথচলা ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ দশমিক ৯৪ পয়েন্ট কমে ৫ হাজার ৫২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসই৩০ সূচক ২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৫ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ২ দশমিক ০৫ পয়েন্ট কমে ১ হাজার ২৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৪৪টি, কমেছে ১৩৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪০৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ৬৮৫ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫০ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৭৫৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪১  কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৫৫৭ টাকার।  

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১০টি, কমেছে ১০০টি এবং ৩৩টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

 বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।