গত সপ্তাহের ধারাবাহিকতায় রোববার সূচক পতনের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। যা অব্যাহত ছিলো দিনের লেনদেনের শেষ পর্যন্ত।
দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৬৬ পয়েন্ট। এর ফলে ডিএসইতে টানা ছয় কার্যদিবস সূচক পতন হলো।
ডিএসই’র তথ্য মতে, রোববার ডিএসইতে ১৫ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার ৩৬০টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫৫০ কোটি ১০ লাখ ৭৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮৭ কোটি ৫ লাখ ৫৩ হাজার ৩৮৫ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৭৭৪ কোটি ৩ লাখ ২১ হাজার টাকার।
তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৬ দশমিক ১৩ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬০ দশমিক ০৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ৬ পয়েন্ট কমে ২ হাজার ১৭ দশমিক ৯৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ৫ দশমিক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ২৬৮ দশমিক ২২ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৬৬ দশমিক ৯১ পয়েন্ট কমে ১০ হাজার ২৫১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৭ লাখ ৬ হাজার ৪২০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৫ কোটি ৩৭ লাখ ১৫ হাজার ২৬২ টাকার। তার আগের দিন লেনদনে হয়েছিলো ৪১ কোটি ১১ লাখ ১৪ হাজার ২৪২ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৩৩ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ৬৮৫টাকার।
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৫০টি, কমেছে ১৫৮টি এবং ১৯টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এমএফআই/জেডএস