ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, জুন ২০, ২০১৭
ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

ঢাকা: মূল্যসংশোধনের একদিন (রোববার) পর টানা দুই কার্যদিবস (সোম ও মঙ্গলবার) পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেদিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। যা অব্যাহত ছিলো দিনের লেনদেনের শেষ পর্যন্ত।

দিন শেষে মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪৮ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৯৫ পয়েন্ট। এদিনে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৫টি, কমেছে ৬৭টি এবং অপরিবর্তিত ছিলো ৪৭টি কোম্পানির শেয়ারের দাম।

এর আগের অর্থাৎ গত সপ্তাহের শেষ তিন কার্যদিবস, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সূচক বেড়েছিলো।

ডিএসই’র তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ১৯ কোটি ৫৭ লাখ ৪৭ হাজার ২৫০টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬৪৪ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকা।

এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৪০ কোটি ৮৮ লাখ ৯২ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছে ৪৭৩ কোটি ৩৯ লাখ ৯ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩০ কোটি ১৫ লাখ ৬৫ হাজার টাকা।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৮ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ১৬ দশমিক ৬৪ পয়েন্টে বেড়ে ২ হাজার ৪৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক ১০ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৫টি, কমেছে ৬৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৯৫ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৮ কোটি ২৩ লাখ ৯৭ হাজার ৬৫৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫১ কোটি ৪৩ লাখ ৭৪ হাজার ৯৫১ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছে ২৫ কোটি ৮১ লাখ ১০ হাজার ৪০১ টাকা। তারও আগে লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৩৪ টাকার।
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৬৯টি, কমেছে ৫৮টি এবং ১৬টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুন২০, ২০১৭
এমএফআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।