মঙ্গলবার (২০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এবার রোজা ২৯ হলে তিন কার্যদিবস আর ৩০ রোজা সম্পন্ন হলে চার কার্যদিবস পুঁজিবাজারের লেনদেন ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে।
এ বিষয়ে ডিএসইর পরিচাল শাকিল রিজভী বাংলানিউজকে বলেন, সরকারি ছুটি অনুসারে আগামী ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত ডিএসইর লেনদেন ও দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ২৮ জুন থেকে যথারীতি ডিএসইতে দাফতরিক ও লেনদেন শুরু হবে। তবে, রোজা ৩০টা হলে ২৯ জুন থেকে ডিএসইতে লেনদেন শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ২০, ২০১৭
এমএফআই/ওএইচ/