ঈদ পরবর্তী ওই সপ্তাহে উভয় বাজারে বেড়েছে লেনদেন, সূচক ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এর মধ্যে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের পুঁজি বেড়েছে সাড়ে ৫ হাজার কোটি টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২৩০ কোটি ৯৮ লাখ ৮৮ হাজার ৬৮৯ টাকার, যার দৈনিক গড় ১ হাজার ৫৭ কোটি ৭৪ লাখ ৭২ হাজার ১৭২ টাকা। এর আগের সপ্তাহের মোট ৫ কার্যদিবসে লেনদেন ছিল ৪ হাজার ৫৪৪ কোটি ৯৭ লাখ ৭৪ হাজার ৮৪৬ টাকার, যার দৈনিক গড় ৯০৮ কোটি টাকা।
এ হিসেবে দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৬ শতাংশ।
গত সপ্তাহে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছে ১৭৮টির, কমেছে ১৩৬টির আর অপরিবর্তিত রয়েছে ২০টির শেয়ারের দাম। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইতে তিনটি সূচকই আগের সপ্তাহের চেয়ে বেড়েছে।
এর মধ্যে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১১৪ পয়েন্ট, ডিএস-৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৮ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ২৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪৭ পয়েন্টে অবস্থান করছে।
বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও সূচক বাড়ায় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মূলধন ৫ হাজার ৬৭৪ কোটি ০৬ লাখ ০৩ হাজার ২২৫ টাকা বেড়ে ৪ লাখ ০৭ হাজার ৭৬৪ কোটি ৮৭ লাখ ১২ হাজার ৫০৩ টাকায় দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহে বাজারে মূলধন ছিলো ৪ লাখ ০২ হাজার ০৯০ কোটি ৮১ লাখ ০৯ হাজার ২৭৮ টাকা। ফলে মূলধন বেড়েছে ১ দশমিক ৪১ শতাংশ।
একই অবস্থা ছিলো দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। গত সপ্তাহে লেনদেন হয়েছে ২১১ কোটি ৭৬ লাখ ৭০ হাজার ৭৮৩ টাকার। এর মধ্যে এ ক্যাটাগরির কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে ১৭৯ কোটি টাকার, যা আগের সপ্তাহের চেয়ে ৮৪ শতাংশ বেশি।
লেনেদন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৫৪টির, কমেছে ১১২টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টির।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭
এমএফআই/এএসআর