ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন দেড় হাজার কোটি টাকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
ডিএসইতে লেনদেন দেড় হাজার কোটি টাকা

ঢাকা: টানা তিন কার্যদিবস সূচক বৃদ্ধির পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮সেপ্টেম্বর) পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে।
দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৪ পয়েন্ট। তবে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৬ পয়েন্ট।

ডিএসইতে এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে বেড়েছে লেনদেন।

এর ফলে ডিএসইতে বুধ, বৃহস্পতি এবং রোববার টানা তিন কার্যদিবস সূচক বাড়ার পর সূচক পতন হলো।

ডিএসইর তথ্য মতে, সোমবার ডিএসইতে ৫২ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৬৪৭টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ৫২৫ কোটি টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ২০৮ কোটি ৩ লাখ ৩৮ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ১২৪ কোটি ২১ লাখ ৬৪ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৪২৪ কোটি ৩৬ লাখ ৩৯ টাকা।

তিন সূচকে পথ চলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে৪ দশমিক ৬৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ৯ দশমিক ১২ পয়েন্টে কমে ২ হাজার ২১৭ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ১১ দশমিক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৮০ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্য দিবসের চেয়ে ৬ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭১৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৩৯ লাখ ৭০ হাজার ৮০৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১৮৪ কোটি ১৭ লাখ ৮৮ হাজার ৩৯৮ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ১৫৫ কোটি ৩২৩ লাখ ৭০ হাজার ৫৯১ টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৭৭ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার ৪৮৪ টাকার।

লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
এমএফআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।