মঙ্গলবার (১০ অক্টোবর) সিদ্ধান্ত নেওয়ার পর বুধবার (১১ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগের বছর ২০১৬ সালে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো কোম্পানিটি।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর বেলা ১১টায় রাজধানী শান্তিনগরের হোয়াইট হলে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৭৮ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৬৭ টাকা ৬৪ পয়সা।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
এমএফআই/জেডএস