ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের রাইট শেয়ার অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের রাইট শেয়ার অনুমোদন

ঢাকা: রাইট শেয়ার ছেড়ে আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডকে পুঁজিবাজার থেকে ১০৯ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিএসইসির কমিশনের ৬২০তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


 
এতে বলা হয়, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ১:১ হারে (বিদ্যমান ১টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার) রাইট শেয়ারের অনুমোদন দিয়েছে কমিশন। এ রাইট শেয়ার অনুমোদনের ফলে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১০ কোটি ৯৩ লাখ ৯৬ হাজার ৮৯৫টি শেয়ার ছেড়ে ১০৯ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ৯৫০ টাকা বাজার থেকে সংগ্রহের অনুমতি পেলো।
 
উত্তোলিত টাকায় কোম্পানি বিএমআরই এবং সক্ষমতা বাড়ানোর শর্ত পরিপালন করবে।
 
৩১ মার্চ ২০১৭ অনুসারে, কোম্পানিটির শেয়ার প্রতিটি সম্পদ মূল্য ছিলো ১৮.৪৩ টাকা। ১ জুলাই ২০১৬ থেকে ৩১ মার্চ ২০১৭ সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ১.৩১ টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট।
 
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।