মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিএসইসির ৬২০তম সভায় এ অনুমোদন দেয়া হয়। সংস্থার নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ডিপোজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩ ও উপ-আইনের বিধি-বিধান এর পরিপালন সাপেক্ষে ইউনাইটেড এন্টারপ্রাইজেস অ্যান্ড কোম্পানি লিমিটেডের বিও হিসাবে ইউপিজিডিসিএলের ১৭ কোটি ৮ লাখ ৭২ হাজার ৯৩২টি শেয়ার রয়েছে। একই কোম্পানির শেয়ারহোল্ডার ও পরিচালকদের বিও হিসাবে আরও ১৫ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৭৫৫টি ইউপিজিডিসিএলের। সব মিলেয়ে কোম্পানিটির ৩২ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৬৮৭টি রয়েছে।
এ শেয়ারগুলো একই গ্রুপের মালিকাধীন ইউনাইটেড এনার্জি লিমিটেডের বিও হিসাবে ডিপোজিটরি অংশগ্রহণকারীর (ডিপি) মাধ্যমে হস্তান্তর করবে। তবে এ শেয়ার হস্তান্তরের সময় স্টক এক্সচেঞ্জে লেনদেন করা যাবে না।
সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০০২ এর এ সংক্রান্ত বিধি ৮ ও বিধি ১৩ পরিপালন করে আইনের বিধি ৩৩ এর আওতায় অব্যাহতি দেওয়ার বিষয়টিও কমিশনে অনুমোদন করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এমএফআই/এসএইচ