আলোচিত এই বছরে বিদেশিদের মোট লেনদেন হয়েছে ১১ হাজার ৪৪৭ কোটি ৬৩ লাখ টাকা।
যা টাকার অংকে ২০১৬ সালের চেয়ে ২ হাজার ৬৭৪ কোটি ৩৪ লাখ টাকা বেশি।
এর আগের বছর অর্থাৎ ২০১৬ সালে বিদেশিদের লেনদেন হয়েছে ৮ হাজার ৭৭৩ কোটি ২৯ লাখ টাকা।
ডিএসইর তথ্যমতে, এই লেনেদেনের মধ্যে ২০১৭ সালে প্রবাসী ও বিদেশিরা ৬ হাজার ৫৭৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার কিনেছেন। এর বিপরীতে বিক্রি করেছেন ৪ হাজার ৮৭১ কোটি ৩৪ লাখ টাকা।
এর আগের বছর অর্থাৎ ২০১৬ সালে বিদেশিরা ৫ হাজার ৫৭ কোটি ৪ লাখ টাকার শেয়ার কিনেছেন। এর বিপরীতে শেয়ার বিক্রি করেছেন ৩ হাজার ৭১৬ কোটি ২৫ লাখ টাকা।
সব মিলে আলোচিত এই বছরে প্রবাসী ও বিদেশিদের নিট বিনিয়োগ হয়েছে ১ হাজার ৭০৪ কোটি ৯৪ লাখ টাকা। যা আগের বছরের তুলনায় ৩৬৪ কোটি ১৬ লাখ টাকা বেশি। শতাংশের হিসাবে ২৭ দশমিক ১৬ শতাংশ বেশি।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এমএফআই/এমএ