ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড ১১ মার্চ (সোমবার) অনুষ্ঠিত হবে।
রোববার (০৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই দিন বিকেল ৪টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
২০১৭ সালে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
‘এ’ ক্যাটাগরির এ কোম্পানি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এসএমএকে/এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।