ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সূচকের উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুন ৯, ২০১৯
ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সূচকের উত্থান

ঢাকা: ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস রোববার (০৯ জুন) পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে। এদিন দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচক বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০২ পয়েন্টে অবস্থান করছে।

অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ ও ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২২০ ও ১৮৮৯ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৪ কোটি টাকা। যা আগের কার্যদিবসের থেকে ১২১ কোটি টাকা কম। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২৫ কোটি টাকার।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানির মধ্যে ১৭১টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১২৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির দাম।

টাকার অংকে ডিএসইতে লেনদেন হওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠান হলো- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার, ইস্টার্ন হাউজিং, ইস্টার্ন কেবলস, নিউ লাইন ক্লোথিংস, জেএমআই সিরিঞ্জ, বাংলাদেশ সাবমেরিন কেবলস, ফাস ফাইন্যান্স, ফরচুন সুজ এবং খুলনা পাওয়ার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৯২ পয়েন্টে।  

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৪টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর। বাজারে ৪১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুন ০৯, ২০১৯
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।