ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন ১৩ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন ১৩ কোটি টাকা ...

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৯টি কোম্পানির ১৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ১৯ কোম্পানির ১৮ লাখ ৮৪ হাজার ৭৮৮টি শেয়ার ৪০ বার হাত বদলে ১৩ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ৭৪ লাখ ১০ হাজার টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ১১ লাখ ৮২ হাজার টাকার সেন্ট্রাল ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের।

এছাড়া এপোলো ইস্পাতের ৫ লাখ ৯ হাজার টাকার, বিবিএস কেবলসের ১৫ লাখ ৩৪ হাজার টাকার, বেক্সিমকোর ২০ লাখ ১৯ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৭ লাখ ২৫ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৪২ লাখ টাকার, জেনেক্সের ৬৯ লাখ ৫৬ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১৩ লাখ ৬৯ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৬ লাখ ৩৪ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ১৩ লাখ ১৩ হাজার টাকার, মীর আখতার হোসাইনের ৯ লাখ ৯৮ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ৩৯ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ৭ লাখ ২৯ হাজার টাকার, রবি আজিয়াটার ৯৫ লাখ ৬০ হাজার টাকার, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৫ লাখ ৯২ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫ লাখ ৬৫ হাজার টাকার এবং স্ট্যান্ডার্ড সিরামিকেরর ১১ লাখ ৯৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
এসএমএকে/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।