ঢাকা: পুঁজিবাজারে লেনদেনের সময় ফের বাড়িয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকিং লেনদেনের সঙ্গে সমন্বয় করে এই সময় বাড়ানো হয়েছে।
রোববার (২৩ মে) বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৪ মে থেকে ৩০ মে ২০২১ দৈনিক ব্যাংকিং সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নির্ধারণ করার পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত চলবে। উল্লিখিত সময় লেনদেন চলাকালে প্রি-ওপেনিং সেশন ৯টা ৪৫ থেকে ১০টা এবং পোস্ট ক্লোজিং সেশন ২টা থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত চালু থাকবে।
এর আগে গত ৫ মে থেকে ২৩ মে দৈনিক ব্যাংকিং সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারণ করার প্রেক্ষিতে পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে। উল্লিখিত সময় লেনদেন চলাকালে প্রি-ওপেনিং সেশন ৯টা ৪৫ থেকে ১০টা এবং পোস্ট ক্লোজিং সেশন দেড়টা থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত চালু ছিল।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মে ২৩, ২০২১
এসএমএকে/এএটি