ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বসুন্ধরা শুভসংঘের পিঠা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বসুন্ধরা শুভসংঘের পিঠা উৎসব

বসুন্ধরা শুভসংঘ আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে সুবিধাবঞ্চিত শিশুদের শীতের আমেজকে আরও রঙিন করতে পিঠা উৎসবের আয়োজন করা হয়।

পিঠা উৎসবে পঞ্চগড়ের বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠার সমাহার ছিল। চিতই, ভাপা, পাটিসাপটা, দুধ পিঠা, এবং নানা ধরনের শীতের বিশেষ পিঠা বিতরণ করা হয়।
 
পিঠা উৎসবে ৩০ জন সুবিধাবঞ্চিত শিশুর পাশাপাশি স্থানীয় বসুন্ধরা শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।  

বসুন্ধরা শুভসংঘ সদস্যরা বলেন, ‘আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ পিঠা। এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছি। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।