ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্পেন

থাইল্যান্ডে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন উদযাপিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
থাইল্যান্ডে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিন উদযাপিত

ঢাকা: থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন।

মঙ্গলবার (১৭ মার্চ) ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।



বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম। এ সময় তিনি শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হতে হবে। দেশপ্রেম, অসাম্প্রদায়িক ও সহানুভূতিশীল হতে হবে।

আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি থাইল্যান্ড প্রবাসী শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও বঙ্গবন্ধুর ওপর শিশু-কিশোরদের আঁকা ছবি নিয়ে একটি চিত্রপ্রদর্শনীরও আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

স্পেন এর সর্বশেষ