আবারও দ্রুততম মানব হয়েছেন ইমরানুর রহমান। বঙ্গবন্ধু ৪৬তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্টে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন ইংল্যান্ড প্রবাসী এই অ্যাথলেট।
ইমরানের যদিও এটিই সেরা টাইমিং নয়। বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলেট গত সেপ্টেম্বরে সামার অ্যাথলেটিকসে ইলেকট্রনিক বোর্ডে ১০.২৮ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন। এবার নিজেদের সেরাটা ঢেলে না দিতে পারার কারণ হিসেবে ভ্রমণ ক্লান্তিকে দায়ী করলেন তিনি। কেননা ঢাকায় আসার পথে ফ্লাইট বিলম্বিত হওয়ায় ম্যানচেস্টারে প্রায় ৪০ ঘন্টা অপেক্ষা করতে হয়েছে তাকে। তাই প্রস্তুতিতে ঘাটতি পড়ে তার।
ইমরান বলেন, 'আমার ঢাকায় আসার ফ্লাইট ছিল মঙ্গলবার কিন্তু ফ্লাইট বিলম্বিত হওয়ায় ম্যানচেস্টারে প্রায় ৪০ ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। তাতে আমি ক্লান্ত হয়ে পড়ি। তাই প্রস্তুতিটা ভালো হয়নি। ক্লান্ত থাকায় ভালোভাবে দৌড়াতে পারিনি। '
এসএ গেমসে বাংলাদেশকে সোনা এনে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছেন শিরিন। তিনি বলেন, 'নিজের পারফরম্যান্সে আমি খুশি। তবে এই টাইমিং আরো ভালো হতে পারতো। আমি এখনো বিশ্বাস করি, দেশকে এসএ গেমসে সোনা জিতাতে পারব। তবে এটা কঠিন কিন্তু অসম্ভব নয়। '
সামার ও জাতীয় এ্যাথলেটিকস প্রতিযোগিতা মিলিয়ে ১৭বার দ্রুততম মানবী ছিলেন নাজমুন্নাহার বিউটি। তাকে ছাড়িয়ে যেতে চান শিরিন, 'নিজেকে আরো এগিয়ে নিতে চাই। বিউটি আপু আমার আদর্শ। তাকে ছাড়িয়ে যেতে চাই আমি। '
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এএইচএস