ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

খেলা

প্রথম দল হিসেবে ফাইনালে কিরগিজস্তান

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
প্রথম দল হিসেবে ফাইনালে কিরগিজস্তান

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অ-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর চতুর্থ দিনে প্রথম সেমিফাইনালে শ্রীলংকাকে ৩-০ সেটে উড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে কিরগিজস্তান।

আজ রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চ্যাম্পিনশিপের চতুর্থ দিনের প্রথম সেটে (২৯-২৭), দ্বিতীয় সেটে (২৫-২১) এবং তৃতীয় সেটে (২৫-২০) পয়েন্টে টানা জয় তুলে নেয় কিরগিজস্তান।

সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কিরগিজস্তানের ৭ নম্বর জার্সিধারী জোগাজিহান। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি তাবিউর রহমান পালোয়ান।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।