ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

খেলা

আরও এক বছর থাকছেন বাটলার

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
আরও এক বছর থাকছেন বাটলার পিটার বাটলার

নারী ফুটবল দলের সাফ জয়ী কোচ পিটার বাটলারের বাফুফের সঙ্গে চুক্তি ছিল ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে বাফুফে তার সঙ্গে আরও এক বছর চুক্তি নবায়ন করবে বলে জানিয়েছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

 

এবছর সাবিনাদের সাফ শিরোপা ধরে রাখার মিশনে কোচের ভূমিকায় ছিলেন বাটলার। সেই পরীক্ষায় ভালোভাবেই উত্রে গেছেন এই কোচ। বাংলানিউজটোয়েন্টিফোরকে  কিরণ বলেন, ' বাটলারের সঙ্গে আমরা চুক্তি নবায়ন করছি। আরও এক বছর তিনি আমাদের সঙ্গে থাকবেন। ' 

বাফুফের এলিট একাডেমির ইংলিশ কোচ পিটার বাটলার সাফের জন্য দায়িত্ব নিয়েছিলেন। তার অধীনে বাংলাদেশ নারী দল সাফ চ্যাম্পিয়ন হয়ে এসেছে। পিটার বাটলারকে ঘিরেই বাফুফের চিন্তা-ভাবনা। অনূর্ধ্ব-২০ সাফ নারী চ্যাম্পিয়নশিপের খেলা ফেব্রুয়ারির পরিবর্তে জুলাইয়ে হবে। ১-১১ জুলাই ঘোষণা করা হয়েছে। নতুন তারিখ ঘোষণায় বাফুফে অনূর্ধ্ব-২০ ক্যাম্প বন্ধ ঘোষণা করে। সবাইকে বাড়ি ফিরে যেতে বলা হয়। জুলাইয়ে খেলার আগে নতুন করে ক্যাম্প ডাকবে ফেডারেশন। তার আগে সিনিয়রদের নিয়ে ক্যাম্প শুরু করার পরিকল্পনা করেছে।

এরই মধ্যে সবাইকে জানিয়েও দেওয়া হয়েছে। অনূর্ধ্ব-২০ দলের চার জন সিনিয়র দলে রয়েছেন। তারা সাফ দলেও ছিলেন। কিন্তু বাড়ি যাওয়া হয়নি অনূর্ধ্ব-২০ ক্যাম্পে যোগ দেওয়ার কারণে। সেই চার জনকেও আগেই ছুটি দেওয়া হয়, যেন তারা জানুয়ারির প্রথম সপ্তাহে সিনিয়র ক্যাম্পে যোগ দিতে পারেন। সিনিয়রদের ক্যাম্পে ডাকার কারণ হচ্ছে এশিয়ান কাপের কোয়ালিফিকেশন রয়েছে।

বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরারও চুক্তির মেয়াদ ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে তার চুক্তির মেয়াদ বাড়ছে কিনা তা এখনো জানা যায়নি। বাফুফের নতুন কমিটি দায়িত্ব নিলেও এখনো ন্যাশনাল টিম কমিটি গঠন করা হয়নি। জাতীয় দলের কোচের বিষয়ে জানেন না কেউই।  

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।